নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের পর এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৩.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ৫০ লক্ষ টাকার বেশি থাকলে গ্রাহকরা সুদ পাবেন ৪ শতাংশ হারে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা এবং কর্ণাটক ব্যাঙ্কও। গত ৩১ জুলাই সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক।