নয়াদিল্লি: নোটে নাকাল দেশবাসী। কয়েনে নাকাল ইমতিয়াজ। মোটা অঙ্কের টাকার প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে বাড়ি বয়ে আনতে হয়েছে দশ টাকার কয়েন ভর্তি ১৬ কেজির বস্তা!


অফিসের কাজে বাইরে যাওয়ার জন্য বড় অঙ্কের টাকা তোলার দরকার ছিল দিল্লিবাসী ইমতিয়াজ আলমের। কিন্তু ব্যাঙ্ক কর্মীদের সাফ কথা, মিলবে না ২ হাজার টাকার বেশি নোট। নাছোড় ছিলেন ইমতিয়াজ, চাই-ই চাই মোটা অঙ্কের টাকা। শেষমেশ নাছোড় গ্রাহককে পিছু ছাড়াতে ব্যাঙ্ককর্মীরা প্রস্তাব দেন, মিলতে পারে ২০ হাজার টাকা। তবে সব ১০ টাকার কয়েন। সবাইকে চমকে দিয়ে প্রস্তাব লুফে নেন দিল্লিবাসী এই যুবক।


কয়েন ভর্তি ১৬ কেজি বস্তা কাঁধে নিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে রিক্সা ধরে সোজা বাড়ি। এত কয়েন একসঙ্গে পেয়ে বেজায় খুশি বাড়ির ছোটরা। কয়েন বইতে নাকাল হলেও অখুশি নন ইমতিয়াজও। নাই নোটের চেয়ে তো কয়েন ভাল।