নয়াদিল্লি:  কর্মী ইউনিয়নগুলির ধর্মঘটের কারণে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কাজকর্ম ব্যাহত হবে। কারণ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)-র ছাতার তলায় আগামীকাল বেতন সহ একাধিক দাবিতে বেশিরভাগ কর্মী ইউনিয়নই ধর্মঘটে সামিল হচ্ছে। যদিও আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিসের মতো বেসরকারি ব্যাঙ্কগুলিতে কাজকর্ম স্বাভাবিক থাকবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা সহ বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আগামীকাল ধর্মঘটের কারণে ব্যাঙ্কগুলিতে কাজকর্ম ব্যাহত হবে বলে জানিয়ে দিয়েছে। ৯ টি ইউনিয়ন মিলিয়ে গড়ে উঠেছে ইউএফবিইউ। ওই ইউনিয়নগুলির মধ্যে অবশ্য ভারতীয় মজদুর সংঘ স্বীকৃত ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স এবং ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক অফিসার্স ধর্মঘটে সামিল হচ্ছে না। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)-র সাধারণ সম্পাদক হরবিন্দর সিংহ এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালম বলেছেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে কোনও ইতিবাচক মনোভাব দেখায়নি। এ ব্যাপারে বৈঠকে কোনও সমঝোতা সূত্র বেরিয়ে আসেনি। তাই ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়নি। ইউনিয়নগুলি সরকারের প্রস্তাবিত শ্রম আইন সংস্কার ও ব্যাঙ্কিং সেক্টরের স্থায়ী কাজ আউটসোর্সিংয়ের বিরোধিতা করেছে। নোট বাতিলের সময় নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় কাজের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরবর্তী বেতন সংশোধনের প্রক্রিয়া অবিলম্বে চালু করারও দাবি জানিয়েছে ইউনিয়নগুলি।