নয়াদিল্লি: বিবাহবিচ্ছিন্ন স্বামীকে স্ত্রীর অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য তুলে দেওয়ায় একটি বেসরকারি ব্যাঙ্ককে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল দিল্লি রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন। অভিযোগকারিণী গুরপ্রীত কৌরকে ওই টাকা দিতে হবে তাদের।

বিবাহের পর বনিবনার অভাবে গুরপ্রীত কৌরের সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। দিল্লির বাসিন্দা গুরপ্রীতের অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁর স্যালারি অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক তুলে দেয় তাঁর প্রাক্তন স্বামীর হাতে। বিশ্বাসভঙ্গের অভিযোগ নিয়ে তিনি ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন।

কমিশনের কাছে ব্যাঙ্ক দাবি করে, অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে তাদের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়। কিন্তু তা তারা কমিশনে জমা দিতে পারেনি। যাবতীয় শুনানির পর কমিশন জানায়, ব্যাঙ্কের সঙ্গে তার গ্রাহকদের বিশ্বাসের সম্পর্ক। গ্রাহকদের কোনও আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক একমাত্র আদালতের নির্দেশ ছাড়া অন্য কারও হাতে তুলে দিতে পারে না।

যেভাবে অভিযোগকারিণীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাঁর ব্যক্তিগত তথ্য তাঁর প্রাক্তন স্বামীকে সরবরাহ করা হয়েছে, তাতে কমিশনের মনে হয়েছে, ব্যাঙ্ক কর্মীদের এতে পরোক্ষ সম্মতি ছিল। এর ফলে মহিলাকে যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার ক্ষতিপূরণ স্বরূপ ওই ব্যাঙ্ককে তাঁকে ৫০,০০০ টাকা দিতে হবে।