ভদোদরা: নোট বাতিলের পর বিভিন্ন ব্যাঙ্ক এবং তাদের কর্মীদের যে সব সমস্যার মুখে পড়তে হয়েছে, তার প্রতিবাদে আন্দোলনের ডাক দিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন( এআইবিএইএ) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন (এআইবিওএ) এদিন তাদের আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর বিক্ষোভ দেখানো হবে এবং পরের দিন ইউনিয়নগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখবে। এছাড়াও আগামী ২ ও ৩ জানুয়ারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করবেন।
ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় প্রতিনিধিদের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে।
ইউনিয়নগুলি সমস্ত ব্যাঙ্ক ও শাখাগুলিতে পর্যাপ্ত টাকার যোগান এবং সমস্ত এটিএমগুলি অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে। একইসঙ্গে নগদ সরবরাহের ক্ষেত্রে সচ্ছ্বতা বজায় রাখারও দাবি জানানো হয়েছে। ইউনিয়নগুলি বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক পর্যাপ্ত নগদ সরবরাহ করতে না পারলে ব্যাঙ্কগুলিতে নগদ লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত।
ইউনিয়নগুলি আরও বলেছে, যেখানে ব্যাঙ্কগুলি পর্যাপ্ত নগদ পাচ্ছে না, সেখানে বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ নতুন নোট বাজেয়াপ্ত হচ্ছে। এই ঘটনায় সিবিআই তদন্ত করা উচিত।
নোট বাতিলের পর যেসব ব্যক্তি ও ব্যাঙ্ক কর্মী মারা গিয়েছেন, তাঁদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানানো হয়েছে। সমস্ত ব্যাঙ্কের শাখায় আইন-শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ইউনিয়নগুলি।
বিপুল পরিমাণ নতুন নোট বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি ব্যাঙ্ক ইউনিয়নগুলির
ABP Ananda, web desk
Updated at:
20 Dec 2016 06:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -