আগামী ২৯ জুলাই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2016 09:45 AM (IST)
নয়াদিল্লি: ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কারের প্রতিবাদে আগামী ২৯ জুলাই ধর্মঘটের ডাক দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনগুলি। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ) ব্যাঙ্কগুলিকে জানিয়ে দিয়েছে যে, এই ধর্মঘটের সম্পর্কে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) নোটিশ দিয়েছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কারের কাজ বন্ধ করার দাবিতে সমস্ত ব্যাঙ্কগুলিতে আগামী ২৯ জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন ইউএফবিইউ-এর সদস্য। এরফলে ২৯ জুলাইয়ের ধর্মঘটের প্রভাব স্টেটব্যাঙ্কে পড়বে। দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই বিএসই ফাইলিংয়ে একথা জানিয়েছে। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।