আঁকিবুকি কাটা নোট নিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্কগুলি, জানাল আরবিআই
Advertisement
ABP Ananda, web desk | 30 Apr 2017 09:03 AM (IST)
নয়াদিল্লি: যে সব নোটের ওপর কলম দিয়ে লেখা হয়েছে বা কোনও রঙ লেগেছে বা ফিকে হয়ে গিয়েছে, সেগুলি নিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ কথা জানিয়েছে। সেইসঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, এগুলিকে ‘ময়লা নোট’ হিসেবে বিবেচনা করতে হবে এবং সেগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের ‘ক্লিন নোট পলিসি’ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, কিছুদিন আগে থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি বার্তা ঘোরাফেরা করছে যে, নোটের ওপর কিছু লিখলে তা একেবারে বাতিল হয়ে যাবে এবং ব্যাঙ্ক সেই নোট নেবে না।এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের কাছে অভিযোগ এসেছে যে, ওই ধরনের নোট বিভিন্ন ব্যাঙ্কের শাখায় নেওয়া হচ্ছে না। বিশেষ করে ৫০০ ও ২০০০ টাকার নোটের ক্ষেত্রে এই অভিযোগ বেশি করে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, এ ধরনের নোট নিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক এক্ষেত্রে ২০১৩-র ডিসেম্বরে জারি করা তাদের বিবৃতির প্রসঙ্গও উল্লেখ করেছে। ওই সময় গুজব রটেছিল যে, কোনও নোটের ওপর লেখা থাকলে ২০১৪-র পর থেকে ব্যাঙ্কগুলি তা আর নেবে না। ওই গুজবের পরিপ্রেক্ষিতে ২০১৩-র বিবৃতি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, এ ধরনের কোনও নির্দেশই দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাঙ্ক ব্যাখ্যা দিয়ে জানিয়েছিল, নোটের ওপর কিছু না লিখতে ব্যাঙ্ক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ তা ক্লিন নোট পলিসি-র পরিপন্থী। নোটগুলি পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে সেগুলির ওপর কোনও কিছু না লেখার জন্য জনগন, সমস্ত প্রতিষ্ঠান ও অন্যান্যদের কাছে সহযোগিতার আর্জিও জানানো হয়েছিল।