নয়াদিল্লি: সকল গ্রাহকের থেকে প্যান কার্ড বা ফর্ম ৬০ নেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে ৩০ জুন পর্যন্ত সময় দিল আয়কর দফতর।


কর ফাঁকি রুখতে গত জানুয়ারি মাসে দেশের সকল ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকে আয়কর দফতর নির্দেশ দিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রাহকদের থেকে হয় প্যান কার্ডের তথ্য বা ফর্ম ৬০(যাঁদের এখনও প্যান কার্ড হয়নি) জোগাড় করতে।


কিন্তু, এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় বুধবার এক নির্দেশিকা জারি করে আয়কর দফতরের তরফে আরও তিনমাস সময়বৃদ্ধি করা হয়েছে।