মেহতা জোর দিয়ে বলেছেন, সমস্ত অংশীদারদের স্বার্থ সুরক্ষিত রাখার দায়িত্ব ব্যাঙ্কগুলির। তিনি বলেছেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাম্প্রতিক অতীতে ব্যাঙ্কগুলি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে কঠিন পরিস্থিতির মোকাবিলা না করলে আমরা কীভাবেআমাদের আরও ভালো করে তুলব। সংকট থেকেই আমরা শিক্ষা নিয়েছি'।
দ্রুত অনুৎপাদক সম্পদের সমস্যার সমাধানে একটি নয়া ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে পিএনবি-র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সম্পত্তি পুনর্গঠন সংস্থা (এআরসি) বা সম্পত্তি পরিচালনা সংস্থা (এএমসি) গঠন সংক্রান্ত সুপারিশ করবে।
পশ্চিম ও দক্ষিণ ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানদের সঙ্গে বৈঠকের পরে গয়াল এ কথা জানিয়েছেন।