নয়াদিল্লি: ছত্তিশগঢ়ের ব্যাঙ্কগুলিতে নেই পর্যাপ্ত পরিমান নগদ, বিশেষ করে ৫০০ ও ২০০০ টাকার নোট। এরফলে ব্যাহত হচ্ছে এটিএম পরিষেবা, কৃষকরাও হাতে নগদ না পাওয়ায় সমস্যায় পড়েছেন। মজুরদের টাকাপয়সা মেটানো যাচ্ছে না। কোনও বিরোধী নেতা নয়, এই বক্তব্য ছত্তিশগঢ়ের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রমন সিংহের। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের রাজ্যের ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত নগদ সরবরাহ করতে বলতে হবে।
রমন সিংহ বলেছেন, রাজ্যের কোনও কোনও ব্যাঙ্ক নগদের পরিমাণ ১৫০০ থেকে কমে দাঁড়িয়েছে ৯০০ থেকে ১০০০ কোটি টাকা। এর ফলে এটিএমগুলি থেকে প্রয়োজনে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আটকে যাচ্ছে ছোটখাটো লেনদেন। সমস্যায় পড়েছেন কৃষকরা।
রাজ্যে মাওবাদী সমস্যা মোকাবিলা কৌশল সংক্রান্ত বৈঠকে এ কথা বলেছেন রমন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার খামতির কথাও ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এই যোজনায় দরিদ্র পরিবারগুলিকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। রাজ্যের আটটি মাওবাদী অধ্যুষিত জেলায় মাত্র ১.৮ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ৬.৬১ লক্ষ। রমন সিংহ বলেছেন, এই প্রকল্পে এলপিজি সংযোগ দেওয়া হলে ভর্তুকিতে কেরোসিন তেল পাওয়ার যোগ্যতা হারান সংশ্লিষ্ট গ্রাহক। কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষ কেরোসিনেই বেশি ভরসা রাখেন। তাই এই প্রকল্পের গ্রাহকদের কেরোসিন পাওয়ার সুযোগ অব্যাহত রাখার ব্যবস্থা থাকা উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি।
ছত্তিশগঢ়ের ব্যাঙ্ক, এটিএম-এও নগদের ঘাটতি, ব্যাহত হচ্ছে লেনদেন, বললেন রমন সিংহ
ABP Ananda, web desk
Updated at:
08 May 2017 05:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -