নয়াদিল্লি: ২১ এপ্রিলের মধ্যে বিজয় মাল্যকে তাঁর সমস্ত সম্পত্তির পরিমান জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি বিজয় মাল্য প্রস্তাব দিয়েছিলেন, ব্যাঙ্ক থেকে নেওয়া ৯ কোটি টাকার ঋণের মধ্যে ৪ কোটি টাকা সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে শোধ দিয়ে দেবেন তিনি। সেই আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্কগুলির জোট। বিজয় মাল্যকে দেশের ফেরারও দাবি তোলেন তাঁরা। ব্যাঙ্কগুলোর জোটের তরফে আইনজীবী শ্যাম ডিভান বলেন, মাল্য দেশে ফিরে আন্তরিকতার প্রমাণ দিন।
এরই প্রেক্ষিতে দেশের, বিদেশের তাঁর সমস্ত স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমান বিশদে জানাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
বিচারপতি কুরিয়ান জোসেফ ও বিচারপতি আরএফ নোরিমানের ডিভিশন বেঞ্চ মাল্য ও তাঁর সঙ্গীকে ২১ এপ্রিলের মধ্যে তাঁদের সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে।
কত সম্পত্তি? ২১ শে'র মধ্যে বিজয় মাল্যকে জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 04:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -