শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিখোঁজ এক সেনা জওয়ান। পুলিশ জানিয়েছে, গান্টমুল্লা এলাকায় আজ শিবির থেকে একে ৪৭ রাইফেল সহ নিখোঁজ হয়ে গিয়েছেন জারুর আহমদ ঠাকুর নামে ১৭৩ টেরিটোরিয়াল আর্মির ওই জওয়ান।
শিবির থেকে তাঁর পালিয়ে যাওয়ার কারণ জানা যায়নি। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জওয়ানের খোঁজে তল্লাশি চলছে।
ওই জওয়ান দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা। গত রাত থেকে তাঁর হদিশ মিলছে না।
উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সার্ভিস রাইফেল নিয়ে শিবির থেকে জওয়ানের পালিয়ে যাওয়ার ঘটনা ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
জম্মু ও কাশ্মীরে শিবির থেকে সার্ভিস রাইফেল সহ নিখোঁজ সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2017 11:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -