পটনা: স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে নামকরণ করা হবে বর্ধমান রেলস্টেশনের। এমনটাই জানালেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন বটুকেশ্বর দত্ত। পরবর্তীকালে, দেশ স্বাধীন হওয়ার পর বিহারের পটনায় তিনি থাকতে শুরু করেন। শনিবার, প্রয়াত বিল্পবীর প্রয়াণদিবস উপলক্ষ্যে পটনার জক্কনপুরে সেই বাড়িতে গিয়েছিলেন রাই। রাই, যিনি বিহার বিজেপির সভাপতিও বটে, তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি শিবরাজ সিংহ চৌহান। বটুকেশ্বরের কন্যা বারতী বাগচির সঙ্গে কথা বলে বিজেপি প্রতিনিধিদল। সেখানেই, তিনি ওই ঘোষণা করেন। ১৯১০ সালে বর্ধমানের একটি গ্রামে জন্মগ্রহণ করেন বটুকেশ্বর। চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। দিল্লিতে ভগৎ সিংহের সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বম্ব ছোঁড়া ও প্যামফ্লেট ওড়ানোর জন্য তাঁকে গ্রেফতার করা হয়। বটুকেশ্বরকে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। দেশ স্বাধীন হওয়ার পর পটনায় স্ত্রী অঞ্জলির সঙ্গে বসবাস শুরু করেন তিনি। ১৯৬৫ সালে নয়াদিল্লিতে মারা যান বটুকেশ্বর। এইমসের কাছে ওই জায়গার নাম ইতিমধ্যেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর নামে রয়েছে।
স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে নামকরণ হচ্ছে বর্ধমান রেল স্টেশনের, জানালেন রেল প্রতিমন্ত্রী
Web Desk, ABP Ananda | 21 Jul 2019 04:10 PM (IST)