বৃষ্টি মাথায়, খালি পায়ে ট্রাফিক নিয়ন্ত্রণে হরিয়ানার রাকেশ
Web Desk, ABP Ananda | 10 Aug 2016 04:46 AM (IST)
সোনিপাত: প্রবল বৃষ্টিতে আর পাঁচটা পথ চলতি মানুষ যখন ভেজার ভয়ে কোনও শেডের নিচে দাঁড়িয়ে, কিম্বা আর কিছু না হোক, অন্তত ছাতা দিয়ে মাথা ঢাকার চেষ্টায় ব্যস্ত, তখন এই মানুষটি বৃষ্টি উপেক্ষা করে খালি পায়ে সামাল দিচ্ছেন রাস্তার যান-জট। নিয়ন্ত্রণ করে চলেছেন ট্রাফিক। হরিয়ানার এই ট্রাফিক পুলিশের নাম রাকেশ কুমার। সোনিপাতে কর্মরত তিনি। কাজের প্রতি তাঁর এই নিষ্ঠা অনেক মানুষকেই অনুপ্রাণিত করেছে। বৃষ্টি মাথায় নিয়ে নিজের কাজ করে চলেছে সে। মুখে বিরক্তির লেশ মাত্র নেই। কিন্তু খালি পা কেন? কারণ, জুতো বৃষ্টিতে ভিজে গেলে পরের দিন কী পরে আসবেন কাজে? বাড়তি জুতো কেনার যে সামর্থ্য নেই তাঁর। তাই খালি পায়েই নিয়ন্ত্রণ করে চলেছেন ট্রাফিক। সাধারণ মানুষের চলাচলের পথ মসৃণ করে চলেছেন। নিজের কাজে যে তিনি একশো শতাংশ সন্তুষ্ট, তা ফুটে উঠেছে তাঁর চোখে মুখে। রাকেশের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল শর্মা নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই তা ভাইরাল।