কলকাতা ও উত্তর ২৪ পরগনা: বসিরহাট নিয়ে তেলঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক। অশান্তিতে উস্কানির অভিযোগ বাম-কংগ্রেসের। অস্বস্তি ঢাকার চেষ্টা রাজ্য বিজেপির।
রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিকে পরিকল্পিতভাবে অশান্ত করতে চাইছে বিজেপি। শনিবারই এই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এর ২৪ ঘণ্টার মধ্যেই বসিরহাট নিয়ে প্রকাশ্যে এল তেলঙ্গানার বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য। এইচ রাজা সিংহ বলেন, আজ পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নয়। গুজরাতের হিন্দুদের মতো বাংলার হিন্দুদের উচিত সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িতদের জবাব দেওয়া। না হলে, বাংলা অচিরেই বাংলাদেশে পরিণত হবে।
এখানেই থামেনি বিজেপি বিধায়কের উস্কানিমূলক মন্তব্য। আরও বলেন, যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের সমর্থন করছে। আমি ধর্মনিরপেক্ষদের আবেদন করতে চাই, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদ ও সুরক্ষিত দেখতে চান, তাহলে আরও সজাগ হন। যদি আপনারা রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারেন, তাহলে কাশ্মীরি হিন্দুদের মতো অবস্থা হবে। কাশ্মীরি হিন্দুদের মতোই বিতাড়িত হবে।
বিজেপি বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যে তুঙ্গে বিতর্ক। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপি উস্কানি ছড়াচ্ছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, আমাদের সাম্প্রদায়িক ঐক্যের সংস্কৃতি। বিতর্কের মুখে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন জানি না, তাই মন্তব্য করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করব।
কিন্তু, এতে কি আর বিতর্ক থামার? এদিকে, রবিবার উত্তর ২৪ পরগনার আমডাঙা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে পুলিশ। যাতে কেউ সোশ্যাল সাইটে ভুয়ো ছবি বা উস্কানিমূলক মন্তব্য পোস্ট না করেন, তা নিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।
বসিরহাট নিয়ে তেলঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক, উস্কানির অভিযোগ বাম-কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2017 09:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -