জম্মু: পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) সীমান্ত পেরিয়ে পুঞ্চে এসে যে হামলা চালিয়েছিল, তার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যাট দলে বিশেষ বাহিনীর জওয়ানদের পাশাপাশি ছিল জঙ্গিরাও। হামলাকারীদের হাতে ছিল বিশেষভাবে তৈরি কুঠার। ভারতীয় জওয়ানদের মাথা কেটে নেওয়াই তাদের লক্ষ্য ছিল। গোটা ঘটনার ছবি তুলে রাখার জন্য তাদের মাথায় ব্যান্ডের সঙ্গে লাগানো ক্যামেরাও ছিল। তবে ব্যাট-এর এই লক্ষ্য পূরণ হয়নি। ভারতীয় জওয়ানরা পাল্টা আক্রমণ করায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার ব্যাট-এর এই হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। ভারতীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এক হামলাকারীরও মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযানের সময় তার দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, পুরোদস্তুর যুদ্ধের জন্য তৈরি হয়ে অনুপ্রবেশ করেছিল ব্যাট-এর সদস্যরা। তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র, গুলি, বিশেষ কুঠার, ক্যামেরা, ছুরি, একে ৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, দুটি গ্রেনেড, পোশাক এবং ব্যাগ। ক্যামেরায় লাইভ ছবি তোলা হচ্ছিল কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বছর এই নিয়ে তৃতীয়বার এই ধরনের বর্বরোচিত হামলা চালাল পাক সেনা। ব্যাট-এর সদস্যরা পুঞ্চ সেক্টরে সীমান্ত পেরিয়ে ৬০০ মিটার ভিতরে চলে আসে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছিল পাক সেনা।