নয়াদিল্লি: ডিআরএস বিতর্কে আপাতত রফায় পৌঁছল ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অসি অধিনায়ক স্টিভ স্মিথ ও পিটার হ্যান্ডসকোম্বের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বিসিসিআই।

উল্লেখ্য, বেঙ্গালুরু টেস্টে আম্পায়ার স্মিথকে লেগ বিফোর আউট ঘোষণা করেছিলেন। এরপর ডিআরএস নিতে গিয়ে স্টিভ স্মিথ নন স্টাইকার হ্যান্ডসকোম্বের সঙ্গে কথা বলার পর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইঙ্গিত পাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়ে মাঠেই প্রতিবাদ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় তাঁর সঙ্গে স্মিথের বচসাও বেঁধে যায়। খেলার শেষে বিরাট বলেন, স্মিথ ডিআরএস নিয়ে নিয়ম ভেঙে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তিনি কার্যত প্রতারণার অভিযোগ তোলেন। স্মিথও ড্রেসিংরুমের দিকে তাকানোর কথা স্বীকার করে জানান, ওই সময় মাথা কাজ না করায় এটা করে ফেলেছিলেন। এটা তাঁর করা উচিত হয়নি বলেও স্বীকার করেন অসি অধিনায়ক। কিন্তু আইসিসি স্মিথের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কথা ঘোষণা করে। এরপরই গতকাল বিসিসিআই আইসিসি-র কাছে সরকারিভাবে স্মিথ ও হ্যান্ডসকোম্বের বিরুদ্ধে খেলার স্পিরিট ভঙ্গের জন্য লেভেল ২ ধারায় অভিযোগ দায়ের করে।

বিষয়টি নিয়ে বিসিসিআই কর্তা রাহুল জোহরির সঙ্গে তড়িঘড়ি গতকালই আলোচনায় বসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড। মুম্বই বোর্ডের সদর দফতরে এই বৈঠকের পর সমঝোতা হয়। উদ্ভূত সংকট সমাধানের জন্য রাঁচিতে দুই দেশের অধিনায়ক আলোচনায় বসবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর এক বিবৃততে এ কথা জানানো হয়েছে। রাঁচিতে তৃতীয় টেস্টের আগে খেলায় নজর ফিরিয়ে আনার ওপরই গুরুত্ব দিয়েছে দুই দেশের বোর্ড।

সাদারল্যান্ড বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজে তীব্র উত্তেজনা থাকে। দর্শক ও খেলোয়াড়দের মধ্যেও এর প্রভাব পড়ে।ক্রিকেটের স্বার্থেই মতপার্থক্য দূরে সরিয়ে খেলার প্রতি নজর ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। জোহরির গলাতেও শোনা গিয়েছে একই ধরনের কথা।