নয়াদিল্লি: কাশ্মীর কোনওকালেই পাকিস্তানের অংশ ছিল না, হবেও না। পাকিস্তানকে এই সত্যিটা স্বীকার করার পরামর্শ দিলেন ইসলামীয় পণ্ডিত ইমাম মহম্মদ তাওহিদি। নিজের টুইটার হ্যান্ডলে তিনি বলেন, কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিল না। কাশ্মীর কখনও পাকিস্তানের অংশ হবে না। পাকিস্তান ও কাশ্মীর-- উভয়ই ভারতের অংশ। হিন্দু থেকে ধর্মান্তর হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাতে আসল সত্যটা বদলে যায় না যে, গোটা অঞ্চলটাই হিন্দু ভূমি। সত্যি বলতে কী, ভারত ইসলামের থেকেও পুরনো, পাকিস্তান কোন ছাড়.. সৎ হন।





তাওহিদির টুইটার হ্যান্ডল ইমাম অফ পিস। সেখানে তিনি নিজেকে শান্তিকামী বলে উল্লেখ করেন। একজন সংস্কারী ইমাম এবং একজন লেখক, যার বই সর্বাধিক বিক্রি হয়েছে। তিনি চরমপন্থা -- উগ্র বামপন্থী ও উগ্র দক্ষিণ-পন্থী -- দুটিই প্রত্যাখ্যান করেছেন। তিনি আগেও বলেছেন যে কাশ্মীর হল হিন্দুভূমি, যা কোনও কালে পাকিস্তানের ছিল না। গত ভারত সফরে তিনি তা পরিষ্কার করে দেন।