আমদাবাদ: গুজরাতে চারদিন আগে গো-রক্ষকদের মারধরে ২৯ বছরের এক যুবক গুরুতর জখম হয়েছিলেন বলে অভিযোগ। গতকাল আমদাবাদের হাসপাতালে তাঁর মৃত্যু হল। নিহত যুবকের নাম মহম্মদ আয়ুব।


পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার আয়ুব ও তাঁর সঙ্গী সমীর শেখ গাড়িতে করে একটি গরু ও বাছুর নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষের ফলে বাছুরটির মৃত্যু হয়।দুর্ঘটনায় জখম হন আয়ুবও। ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু একদল দুষ্কৃতী তাঁকে তাড়া করে মারধর করে বলে অভিযোগ।তাঁর সঙ্গী সমীরকে অবশ্য বাঁচাতে সক্ষম হন ঘটনাস্থলে কর্তব্যরত এক পুলিশ কর্মী।

পরে তিন গো-রক্ষক আয়ুব ও সমীরের বিরুদ্ধে বেআইনিভাবে গরু পাচারের অভিযোগ দায়ের করেন। এই তিনজনের বিরুদ্ধেও আয়ুবের ওপর হামলা চালানোর অভিযোগ এনেছেন পরিবারের লোকজন। যদিও পুলিশের অভিযোগ, ওই তিনজন হামলাকারীদের সঙ্গে ছিলেন কিনা, তার কোনও প্রমাণ নেই।