কর্ণাটকের প্রথম মহিলা পুলিশ প্রধান, শুভেচ্ছা জানালেন কিরণ বেদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2017 03:12 PM (IST)
পুদুচেরী: কর্ণাটকের প্রথম পুলিশ প্রধান হিসেবে নীলমণি এন রাজুকে শুভেচ্ছা জানালেন পুদুচেরীর রাজ্যপাল কিরণ বেদী। টুইটারে নীলমণিকে শুভেচ্ছা জানিয়েছেন এই প্রাক্তন আইপিএস আধিকারিক। টুইটারে তিনি লিখেছেন, নীলমণি যেন তাঁর দায়িত্ব সঠিক পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারেন। সর্বস্তরে, সবরকম মানুষকে তিনি যেন বিচার দিতে পারেন। কর্ণাটকবাসী যেন তাঁর থেকে সুবিচার পান। ১৯৮৩ সালে আইপিএস পাস করেন নীলমণি। বর্তমানে কর্ণাটকের ডিরেক্টর জেনারেল এবং আইজি রূপক কুমারকে সরিয়ে সেই জায়গায় আসছেন নীলমণি রাজু।