গোমাংস বিতর্কে কেরলের বিজেপি প্রার্থী, ব্যাখ্যা চাইবে দল
Web Desk, ABP Ananda | 03 Apr 2017 06:25 PM (IST)
তিরুঅনন্তপুরম: কেরলের মালাপ্পুরম কেন্দ্রে সংসদীয় উপনির্বাচন ১২ এপ্রিল। তার আগে বিতর্কে জড়ালেন সেখানকার বিজেপি প্রার্থী শ্রীপ্রকাশ। নির্বাচিত হলে কেন্দ্রের বাসিন্দাদের তিনি কোয়ালিটি বিফ অর্থাত্ উত্কৃষ্ট মানের গোমাংস খাওয়াবেন, মাংসের গুণমান ঠিক রাখার জন্য কসাইখানাগুলি শীতাতপনিয়ন্ত্রিত হবে বলে গতকাল ঘোষণা করেন। আজ তুমুল বিতর্কের মধ্যে শ্রীপ্রকাশ সাফাই দেন, আমার মন্তব্য বিকৃত করা হয়েছে। আমি গোহত্যার বিরোধী। তবে মানুষ চাইলে যে কোনও মাংস খেতে পারেন। উত্তরপ্রদেশে যে কসাইখানাগুলি বন্ধ করা হয়েছে, সেগুলি অবৈধ। মানুষকে উন্নত মানের খাবার দিতে হবে, এটাই বলেছিলাম। গোমাংস নিষিদ্ধ করবে না করবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কেরল সরকারের, বলেন তিনি। অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। গতকাল কেরল শাখার সাধারণ সম্পাদক এম টি রমেশ সংবাদ সংস্থাকে বলেন, গোমাংসে নিষেধাজ্ঞা নেই, সুতরাং বিজেপি রাজ্যশাখা তা খাওয়ার বিরোধী নয়। নিষেধাজ্ঞা থাকলে সমস্যা হত। তা নেই। তাই বেআইনি কিছুই হয়নি। কিন্তু সোমবার রাজ্য শাখার সভাপতি কুম্মানাম বলেছেন, এই ইস্যুতে আমাদের অবস্থান পার্টি জাতীয় স্তরে যে নীতি নিয়েছে, তা থেকে আলাদা নয়। শ্রীপ্রকাশ কী বলেছেন, শুনিনি। তবে জানতে চাইব। তিনি এও বলেন, রাজ্যে একাধিক কসাইখানা নিয়মকানুন না মেনেই চলছে। হতে পারে সেগুলিকে বৈধ করা ও আধুনিক করে তোলার কথাই বলেছেন শ্রীপ্রকাশ। কে কী খাবেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। কেরলের মানুষের খাদ্যাভ্যাস ভিন্ন। ভোটের সময় তোলার মতো বিষয়ই নয় এটা।