ভোপাল:  পুজোর আগে বা বাড়িতে কোনও বিয়ে, অথবা নিজের বিয়ের আগে এখন উচ্চমধ্যবিত্ত থেকে সাধারণ মধ্যবিত্ত সব পরিবারের সদস্যদের মধ্যে হেয়ার থেকে বডি স্পা ট্রিটমেন্টের হিড়িক পড়ে। কিন্তু কোনওদিন শুনেছেন কি ইদের আগে যে প্রাণীগুলোকে জবাই করা হবে তাদেরও স্পা করা হচ্ছে? হ্যাঁ ঠিকই শুনেছেন, ইদের আগে ভোপালে স্পা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ছাগলদের। আবার সেটাও যেমন তেমন স্পা নয়, একেবারে তিন হাজার টাকার বিনিময়ে রাজকীয় পরিষেবা। তারপর অবশ্য ভবিতব্যে যা রয়েছে, তাই হচ্ছে। সেটা হল জবাই হওয়া।


এদিকে, যাদের একটু পয়সা কম, তারা তিনশো টাকার বিনিময়তেও করাতে পারবে স্পা ট্রিটমেন্ট। একবার দেখে নেওয়া যাক তিন হাজারের প্যাকেজে ছাগলদের জন্যে কী থাকছে?

সেখানে দেওয়া হচ্ছে বডি মাসাজ, শ্যাম্পু, হেয়ার গ্লসিং, হট শাওয়ারের মতো নানা পরিষেবা। এমনকি প্রত্যেক ছাগলের শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।

প্রবীণ পশু চিকিত্সক অনিল শর্মার দাবি, স্পা ট্রিটমেন্টের সৌজন্যে সুস্থ, সবল থাকে ছাগলগুলো। এই বিশেষ পরিষেবায় ছাগলদের শরীর থেকে চামড়ার মৃত কোষ বা এঁটেল পোকা সরিয়ে দেওয়া হয়। না হলে সেগুলো মাংসের সঙ্গে মিশে যায়।

এমনি গুচ্ছখানেক ছাগলের মালিক আকবর খান জানাচ্ছেন, স্পা ট্রিটমেন্টের মাধ্যমে ছাগলগুলো চাপমুক্ত হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এছাড়া আকবরের দাবি, ছাগলের সঙ্গে তাঁদের বন্ডিং আরও গাঢ় হয়।

আর এইধরনের পরিষেবার জনপ্রিয়তা কেমন? চিকিত্সক রবিনা ফিডের কথায়, গত একমাসে প্রায় তিন হাজার ছাগল এসেছে তাঁদের কাছে। ইদের আগে সেই সংখ্যা আরও বেড়েছে।