আমদাবাদ: এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার গুজরাতের আনন্দের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ১১ জন ছাত্র। ২০ বছরের ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে দমন পুলিশ তাদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে আলাপ হয় দমনের ওই তরুণীর। তারা আনন্দ ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়া। তাদের মধ্যে একজন ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আনন্দে আসতে বলে। গত ২১ এপ্রিল ওই তরুণী আনন্দে এলে তাঁকে ওই পড়ুয়া কলেজের হোস্টেলে নিয়ে যায়। সেখানে ১১ জন ছাত্র তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
পরে তাঁকে একটি সাদা গাড়িতে করে দমনে নিয়ে যাওয়া হয়। গাড়িতে যাওয়ার পথেও কয়েকজন পড়ুয়া তাঁকে বারংবার ধর্ষণ করে বলে অভিযোগ ওই তরুণীর।
ওই তরুণী দমন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মেডিক্যাল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ।