রামপুর: এবার ভিখারিদের 'বিমুদ্রাকরণ'। ছোট আকারের এক টাকার কয়েন কেউ নিতে চায় না। এ কারণে, উত্তরপ্রদেশের রামপুরে ভিখিদের একটা গোষ্ঠী ওই কয়েন আর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই ঘটনাকে ভিখিরিরা এক ধরনের 'বিমুদ্রাকরণ' বলে দাবি করেছে। শুক্র মণি বলেছেন, প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন। এবার আমরা এক টাকার কয়েন বাতিল করলাম। এই কয়েনের আকার অনেকটা ৫০ পয়সার মতো।
ভিখারিদের অভিযোগ, দোকানদার, রিক্সাচালক-কেউই ওই কয়েন নিতে চান না।