পুণে: পুণের রাস্তায় বেহালার তরুণীকে কুপিয়ে খুন। নিহত অন্তরা দাস পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। অফিস থেকে ফেরার পথে হামলা চালায় দুষ্কৃতীরা।
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র অন্তরা, গত আটাশে এপ্রিল থেকে পুণের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ অফিস থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন অন্তরা।
রাত ন’টা থেকে সাড়ে ন’টার মধ্যে, পুণের ডেহু আলন্দি রোডে অন্তরার ওপর হামলা হয়। ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অন্তরা।
হাসপাতালে নিয়ে গেলে অন্তরাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণেই অন্তরার মৃত্যু হয়েছে বলে জানা গেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। শুক্রবার রাতেই খবর দেওয়া হয় অন্তরার বাড়িতে।
অন্তরার পরিবারের অভিযোগ, পুণেতে কাজে যোগ দেওয়ার আগে, বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নেন অন্তরা। সেখানে এক যুবক তাঁকে ফোনে বারবার উত্যক্ত করতেন। এই নিয়ে বেশ কয়েকবার অন্তরার সঙ্গে ঝামেলাও হয় ওই যুবকের।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। অন্তরা খুনে ওই যুবক জড়িতে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্রের সন্ধানে খতিয়ে দেখা হচ্ছে অন্তরার ফোনের কল লিস্ট। পরীক্ষা করে দেখা হচ্ছে অন্তরার অফিস ও দুর্ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ।
ভিনরাজ্যে চাকরি করতে গিয়ে পুণের রাস্তায় কুপিয়ে খুন করা হল বেহালার তরুণীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2016 08:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -