দলে, পরিবারে কোণঠাসা, দরকারে একাই ভোটপ্রচারে নামবেন অখিলেশ যাদব
ABP Ananda, Web Desk | 14 Oct 2016 01:20 PM (IST)
নয়াদিল্লি: পরিবারে কিছুদিন ধরেই তিনি একঘরে। বাবা, কাকার সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবা, ভাইয়ের সঙ্গ ছেড়ে থাকা শুরু করেছেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। দলেও তাঁর অপছন্দের চরিত্রদের বুক ঠুকে ফেরত এনেছেন কাকা শিবপাল যাদব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কোনও ক্ষেত্রেই অখিলেশ যাদবের আপত্তি ধোপে টেকেনি। উল্টে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব তাঁর বদলে কাকা শিবপালকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে কোণঠাসা অখিলেশ এবার জানালেন, দরকারে একাই বিধানসভা ভোটপ্রচার শুরু করবেন তিনি। অখিলেশ বলেছেন, ছোটবেলায় তাঁর কথা বলার কেউ ছিল না। এবারও মনে হয়, কারও জন্য অপেক্ষা না করে নিজের ভোটপ্রচার তাঁকে নিজেকেই শুরু করতে হবে। মুলায়মের পারিবারিক দ্বন্দ্বের জেরে আসন্ন উত্তরপ্রদেশ ভোটে এসপি-র অবস্থা বিশেষ ভাল নয়। কিন্তু অখিলেশ আত্মবিশ্বাসী, এবারেও লখনউয়ের তখতে তিনিই বসছেন। তাঁর মত উন্নয়নের রেকর্ড আরও কারণ নেই বলে দাবি করেছেন তিনি। পারিবারিক অশান্তি নিয়ে অখিলেশের বক্তব্য, তাঁকে অল্প সময়ের জন্য কোণঠাসা করা সম্ভব, বরাবরের জন্য নয়। রাজ্যের মানুষের তাঁর ওপর ভরসা আছে, তাঁরাই তাঁকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন।