নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বুকলেটে জায়গা পায়নি এই স্থাপত্য। কিন্ত বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাটিল্ডে আগামীকাল ভারত সফর শুরু করছেন সেই তাজমহল দিয়েই।
ভারতে অবস্থিত বেলজিয়ামের রাষ্ট্রদূত জাঁ লুইক্স জানিয়েছেন, এই প্রথম সরকারিভাবে ভারত ভ্রমণে আসছেন তাঁদের রাজারানি। ২০১৩-য় সিংহাসনে বসেছেন ফিলিপ। তার আগে ২০১০-এ বেলজিয়ামের একটি শিল্পপতির দলকে নিয়ে তিনি এ দেশে আসেন।
এই সফরের ফলে দুদেশের সম্পর্ক উন্নত হবে, বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। একইসঙ্গে পালিত হবে ২ দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর।
বেলজিয়ান দূতাবাস জানিয়েছে, ১৯৭০-এ প্রথম সরকারিভাবে ভারত সফরে আসেন তৎকালীন রাজা বাউদুইঁ ও রানি ফ্যাবিওলা। এরপর ২০০৮-এ পূর্বতন রাজা দ্বিতীয় অ্যালবার্ট ও রানি পাওলা এ দেশে এসেছিলেন।
আগের দুই রাজারানিও তাঁদের সফরসূচিতে রেখেছিলেন তাজমহলকে।
আগামীকাল সন্ধেয় ভারতে আসবেন ফিলিপ ও মাটিল্ডে। তারপর তাজমহল দর্শনে আগ্রা যাবেন তাঁরা। সেখান থেকে আসবেন দিল্লি। ২ দিন রাজধানীতে থেকে যাবেন মুম্বই। সেখানেও থাকবেন ২ দিন। ১১ তারিখ সকালে বেলজিয়াম রওনা দেবেন তাঁরা।
দিল্লিতে রাজা ফিলিপ দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
তাজ সফর করেই ভারত দর্শন শুরু করবেন বেলজিয়ামের রাজারানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2017 04:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -