কলকাতা: জয় হল নবীন ময়রার। দীর্ঘ লড়াইয়ে ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন জিতে নিল এ রাজ্য। জিআই জানিয়ে দিল রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি, তা কোনওভাবেই ওড়িশার নয়।

[embed]https://twitter.com/MamataOfficial/status/930338587920363520?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fstate%2Fother-states%2Fkolkata%2Fwest-bengal-finally-won-the-battle-of-rasgulla-with-odisha%2Farticleshow%2F61640497.cms[/embed]

রসগোল্লা নাম নিয়ে ওড়িশা ও বাংলার দীর্ঘ লড়াই হয়েছে। বাঙালির অহঙ্কার রসগোল্লা তাদের নিজস্ব বলে বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছে ওড়িশা। তাদের দাবি ছিল, পুরীর মন্দিরে রসগোল্লা মিষ্টিই নাকি জগন্নাথদেবকে ভোগ দিত তারা। তাই তারা রসগোল্লা নামের অধিকার দাবি করে। এমনকী রসগোল্লা দিবস পালন করতেও শুরু করে তারা।

কিন্তু বাংলা বলে, রসগোল্লা একেবারেই বাংলার সৃষ্টি, ওড়িশায় জগন্নাথদেবকে যে মিষ্টি ভোগ দেওয়া হয় তার সঙ্গে রসগোল্লার কোনও সম্পর্ক নেই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনও রাজ্যের সেই দাবিতে আজ সিলমোহর দিল।