বেঙ্গালুরু: ভাল কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কলকাতা থেকে মেয়েদের বেঙ্গালুরু নিয়ে গিয়ে মধুচক্রে নামানোর অভিযোগ। বেঙ্গালুরু পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে এমন চক্র ফাঁস করেছে বলে খবর। ধৃতদের একজন মহিলা। ফাঁদে পা দিয়ে মধুচক্রে সামিল তিনটি মেয়েকে উদ্ধার করে সরকারি হস্টেলে পাঠানো হয়েছে। বেঙ্গালুরু পুলিশের সূত্রে খবর, সাদ্দাম সর্দার, বিলকিস গাজি, নিলোফা খারতুন সর্দার---কলকাতার এই তিনজন বেঙ্গালুরুতে ভাল কাজ জোগাড় করে দেওয়ার লোভ দেখিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরতলি এলাকা থেকে অভাবী মেয়েদের নিয়ে যেত। ট্রেনে চাপিয়ে নিজেরাই বেঙ্গালুরুতে মেয়েদের নিয়ে জনৈক জয়ন্ত সিংহের বাড়িতে পাঠাত। সেখানে জয়ন্তর সঙ্গী আলম মন্ডল খদ্দের ধরে নিয়ে আসত। নির্দিষ্ট সূত্র মারফত এই চক্র চলার খবর পেয়ে পুলিশ ওত পেতে গত ১০ জুন বেঙ্গালুরু সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পাকড়াও করে সর্দার, বিলকিস, নিলোফাকে। তাদের জেরা করে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ শহরের কুব্বনপোট এলাকায় জয়ন্তর ডেরায় হানা দেয়। জয়ন্ত, তার সাগরেদও ধরা পড়ে। ৫ জনের বিরুদ্ধেই একাধিক মামলা রুজু হয়েছে। ৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আলমকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।