যৌন-নিগ্রহ ১২ বছরের মেয়েকে, অভিযুক্ত ৬২-র বৃদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2017 05:57 PM (IST)
ফাইল ছবি
বেঙ্গালুরু: ৬২ বছর বয়সি অবসরপ্রাপ্ত বৃদ্ধ সরকারি কর্মীর বিকৃত যৌন লালসার শিকার ১২ বছরের নাবালিকা। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম চিন্নামারাইয়া। তাকে পক্সো আইনে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নাবালিকার বাবা-মায়ের পরিচয় ছিল। প্রসঙ্গত, ওই বৃদ্ধর বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরত্বের নাবালিকার পরিবার থাকত। রবিবার দুপুরে মেয়েটির মা কাজে বাইরে গিয়েছিল। ঘটনার সময় মেয়েটি বাড়িতে একলা ছিল। মেয়েটির একলা থাকার সুযোগ নিয়েই, বৃদ্ধ বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর তাকে যৌন হেনস্থা করে ওই ব্যক্তি। নাবালিকাটি যখন সাহায্যের জন্যে চিত্কার করে, তখন প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে তারাই পুলিশে খবর দেয়। এদিকে এই ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রী মেয়েটির পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে।