বেঙ্গালুরু: ব্যাগের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা। তাতে অবশ্য মাথা ঘোরেনি রমেশ বাবু নায়কের। বরং নায়কোচিত কাজই করলেন বেঙ্গালুরুর এই অটোচালক। যাত্রীকে খুঁজে বার করে ফিরিয়ে দিলেন ব্যাগভর্তি টাকা!

মলদ্বীপে থাকেন ভারতীয় চিকিৎসক এমআর ভাস্কর। ব্যক্তিগত কাজে বেঙ্গালুরু এসেছিলেন তিনি। সেখানেই রমেশ বাবু নায়কের অটোয় টাকা ভর্তি ব্যাগ ফেলে আসেন ভুল করে। কত টাকা ছিল সেই ব্যাগে? ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা। সঙ্গে ১২ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় সাড়ে আট লক্ষ টাকা। সব মিলিয়ে ১০ লক্ষ টাকা। জানা গিয়েছে, একটি অস্ত্রোপচারের খরচ হিসাবে ওই অর্থ নিয়ে যাচ্ছিলেন ভাস্কর। পরে পুলিশ মারফত যাত্রীকে খুঁজে বার করে ফেলে যাওয়া ব্যাগটি ফিরিয়ে দেন রমেশ। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ বেঙ্গালুরুর শ্বেশাদ্রীপুরম থানা কর্তৃক সংবর্ধিত হয়েছেন রমেশ। শহরের পুলিশ কমিশনার ভাস্কর রাও রমেশের এই সততার ভূয়সী প্রশংসা করেছেন।

আর কী বলছেন রমেশ? সাদাসিধে অটোচালক বলেছেন, ‘এ আর এমন কী! আমি নিছক কর্তব্য পালন করেছি।’