বেঙ্গালুরু: পোষ্যের মৃত্যুতে ভেঙে পড়া নতুন কিছু নয়। পোষা কুকুর বেড়াল অংশ হয়ে যায় আমাদের জীবনের। কিন্তু যখন সেই মৃত্যু ডেকে আনে আরও দুজনের মৃত্যু? বেঙ্গালুরুতে বুধবার এমনই ঘটনা ঘটেছে।

পোষা পমেরানিয়ান কুকুর জিমি মারা যাওয়ার পর থেকেই বিষাদগ্রস্ত ছিলেন সি গামিনী নামে ওই ১৯ বছরের তরুণী। অশ্বথ নগরের বাড়িতে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি। এর কয়েক ঘণ্টা পর তাঁর প্রেমিক ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

বাবা মায়ের একমাত্র মেয়ে গামিনী বি কমের ছাত্রী ছিলেন। তাঁর মা শিক্ষিকা, বাবা গাড়ি চালক। জিমি তাঁদের সঙ্গে ছিল গত ৪ বছর ধরে। অসুস্থতার কারণে জুলাইয়ে তার মৃত্যু হয়। এরপর থেকেই বদলে যান গামিনী। তাঁকে সুস্থ করে তুলতে বাবা মা গত সপ্তাহে আর একটি কুকুর নিয়ে আসেন, তারও নাম দেন জিমি। কিন্তু পুরনো পোষ্যের মৃত্যুর দুঃখ কাটিয়ে উঠতে পারেননি তিনি।