শ্লীলতাহানি করা স্বভাব, গুলির লড়াইয়ে অবশেষে ধৃত একাধিক ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2017 05:04 PM (IST)
ফাইল ছবি
বেঙ্গালুরু: ৩১ বছরের ধর্ষক, স্বভাবগত ভাবে তার অভ্যাস ছিল পেইনগেস্ট থাকা মহিলাদের ওপর নির্যাতন চালানো। বেঙ্গালুরুতে আতঙ্ক সৃষ্টি করেছিল সে। অবশেষে তাকে জালে তুলল পুলিশ। তবে গ্রেফতারির সময় ব্যাপক গুলি বিনিময় হয়। আপাতত আহত অবস্থায় তার চিকিত্সা চলছে হাসপাতালে। তাকে গ্রেফতার করতে গিয়ে ছুরির ঘায়ে আহত চার পুলিশ কর্মীও। অভিযুক্ত, শিবরাম রেড্ডি, বেঙ্গালুরুর হোসকোটে তালুকের আভালাহাল্লির বাসিন্দা। তার অভ্যাস ছিল পেইনগেস্টে থাকা বিভিন্ন মহিলাদের নিশানা করে তাদের ওপর নিজের যৌন লালসা পূর্ণ করে নেওয়া। মহিলাদের ওপর আক্রমণ চালাতে গিয়েই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, হাল থানা এলাকায় গত ২ ও ৪ মার্চ দুটি শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তের কার্যকলাপ দেখে রেড্ডিকেই সন্দেহ হয় পুলিশের। গত ডিসেম্বরেই তাকে জেল থেকে ছাড়া হয়েছিল। একাধিক ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত রেড্ডিকে জালে পেতে আহত চার পুলিশকর্মী। তাদেরও চিকিত্সা চলছে হাসপাতালে।