বেঙ্গালুরু: বিকট শব্দে কেঁপে উঠল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিস্তীর্ণ এলাকা। অজানা এই শব্দের উৎস কোথায়? শব্দটি ভূমিকম্প না অন্য কিছু, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক তৈরি হয়। বহু জায়গাতেই সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
পরে জানা যায়, শহরের বাইরে ভারতীয় বায়ুবাহিনীর যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মহড়া চলছিল। এবং যুদ্ধবিমানগুলো ওড়ার সময় পাইলটরা সুপারসনিক গতিও নিয়ে থাকতে পারেন। শহরের মধ্যে সাধারণত সেই আওয়াজ আসার কথা নয়। তবে যেহেতু লকডাউনের জন্য গোটা দেশের মতো বেঙ্গালুরুতেও কর্মকাণ্ড স্তব্ধ, গাড়ির আওয়াজও প্রায় নেই, তাই যুদ্ধবিমানের আওয়াজ পৌঁছে থাকতে পারে।
বুধবার দুপুর ১.২৫ নাগাদ আচমকা বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর, কল্যাণনগর, এমজি রোড, মারাঠাহাল্লি, কেআরপুরম, গুঞ্জুর, সারজাপুর, এইচএসআর ইলেকট্রনিক সিটি ও হেব্বাল এলাকায় কয়েক সেকেন্ড ধরে বিকট শব্দ হয়। বাড়ি ও অফিসের দরজা ও জানলা থরথর করে কাঁপতে থাকে। ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন প্রচুর মানুষ। কেউ কেউ ভূমিকম্প হচ্ছে মনে করে চিৎকার করতে শুরু করেন। বিকট শব্দের সঙ্গে বজ্রপাতও হয়েছে বলে দাবি করতে থাকেন স্থানীয়দের কেউ কেউ। প্রশাসনিক কর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেন। মাটির নীচে কোনও ধস নেমেছে কি না, সেটাও খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা।
পরে বায়ুবাহিনীর তরফে বিবৃতি পেশ করার পর অবশ্য ধোঁয়াশা কাটে।
সুপারসনিক গতিতে উড়ে গেল যুদ্ধবিমান মিরাজ, বিকট শব্দে আতঙ্ক বেঙ্গালুরুতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2020 06:56 PM (IST)
বিকট শব্দে কেঁপে উঠল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিস্তীর্ণ এলাকা
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -