বেঙ্গালুরু: কর্ণাটকের চিত্রদূর্গ জেলার আলাঘাটা সরকারি হাইস্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এটা মেনে নিতে পারেনি পড়ুয়ারা। স্কুল বাঁচাতে তারা ২৫০ কিমি পাড়ি দিয়ে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে দেখা করল। তাদের সঙ্গে দেখা করে গোটা ঘটনা জেনে স্কুলটি বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিলেন কুমারস্বামী।
ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, তাদের স্কুলটি ২৪ বছরের পুরনো। এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা মাত্র ৫০ জন। এই কারণে স্কুলটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ মাসের ১৬ তারিখ স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, স্কুলটি বন্ধ করে দেওয়া হবে। এই স্কুলের পড়ুয়াদের ১৫ কিলোমিটার দূরের একটি স্কুলে পড়তে যেতে হবে। স্কুল বাঁচাতে মরিয়া হয়ে গ্রামবাসীদের নিয়ে ৪৩ জন পড়ুয়া রবিবার রাত ১১.৩০ মিনিটে জে পি নগরে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হয়। তারা সোমবার ভোর পাঁচটায় সেখানে পৌঁছে যায়। সকাল ৮.৪৫ মিনিটে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা পড়ুয়াদের কাছ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর সকাল ১০.৪৫ নাগাদ যখন কুমারস্বামী তাঁর দফতরের উদ্দেশে রওনা হচ্ছিলেন, তখন পড়ুয়ারা গাড়ি আটকায়। গাড়ি থেকে নেমে তাদের কথা শুনে কুমারস্বামী আশ্বাস দেন, স্কুল বন্ধ করা হবে না।
গ্রাম পঞ্চায়েতের সদস্য ই নাগরাজ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে জানতে চান, স্কুলের বাচ্চাদের কেন শহরে নিয়ে আসা হয়েছে? আমরা বলি, শিক্ষা দফতর বেসরকারি স্কুলগুলিকে সাহায্য করছে। সেই কারণেই এই স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু কেউ আমাদের প্রতিবাদে গুরুত্ব দেয়নি। তাই কোনও উপায় না দেখে আমরা সবাই এখানে এসেছি। আমাদের স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি চলছে। নবম ও দশম শ্রেণির পড়াশোনা চলছে। এই অবস্থায় স্কুল বন্ধ করে দিলে পড়ুয়ারা সমস্যায় পড়বে। আমাদের কথা শুনে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
২৫০ কিমি পাড়ি দিয়ে দেখা করে আর্জি পড়ুয়াদের, স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ কুমারস্বামীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jun 2018 02:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -