চেন্নাই: চেন্নাই বিমানবন্দরের মধ্যকার ফুটব্রিজ থেকে পড়ে মৃত্যু হল ২৮ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আন্তঃদেশ ও আন্তর্জাতিক টার্মিনাল সংযোগকারী ফুটব্রিজের ধারে রেলিংয়ে বসে ফোনে কথা বলছিলেন চৈতন্য বায়ুরু নামে ওই যুবক। আচমকাই, তিনি পড়ে যান।
পুলিশ জানিয়েছে, ব্রিজ থেকে সোজা প্রায় ৩০ ফুট নীচে পড়েন আদতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা চৈতন্য। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে, আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিয়েছে পুলিশ। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি বহুজাতিক সফটওয়্যার সংস্থায় কাজ করতেন চৈতন্য। বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন চেন্নাই। নিহতের ফোন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায়, ই-টিকিট উদ্ধার করা সম্ভব হয়নি।