স্কুলে ভর্তি হতে পারেনি বাচ্চারা, আড়াই লক্ষ টাকা ফেরত চেয়ে আত্মাহুতির হুমকি, আগুনে পুড়ে মৃত্যু যুবকের
Web Desk, ABP Ananda | 06 Dec 2017 05:50 PM (IST)
বেঙ্গালুরু: দুই ছেলেকে নামী স্কুলে ভর্তি করার জন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মোট আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিশ্রুতি স্কুলে ভর্তি করতে পারেনি। এরপর টাকা ফেরত চেয়ে গায়ে আগুন দেওয়ার হুমকি দেন বেঙ্গালুরুর এক যুবক। কিন্তু সেটা করতে গিয়েই দুর্ঘটনাবশত তাঁর গায়ে আগুন ধরে যায়। ফলে মৃত্যু হয়েছে রীতেশ কুমার (৩৫) নামে ওই তথ্য-প্রযুক্তি কর্মীর। রীতেশের পরিবার সূত্রে খবর, তাঁর বোন ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিলেন। সেই কারণেই সেখানে যথাক্রমে সাত ও তিন বছর বয়সি সন্তানকে ভর্তি করেন রীতেশ। এর জন্য ১.২৫ লক্ষ টাকা করে দিতে হয়। কিন্তু তারপরেও প্রতিশ্রুতি অনুযায়ী নামী স্কুলে রীতেশের দুই সন্তানকে ভর্তি করতে পারেনি ওই প্রতিষ্ঠান। এরপর পুরো আড়াই লক্ষ টাকা ফেরত চান রীতেশ। টাকা না দেওয়া হলে তিনি গায়ে আগুন দেওয়ার হুমকি দেন। গত বৃহস্পতিবার সেটা করতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়। রীতেশের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। শুক্রবার তাঁর মৃত্যু হয়। বিহারের পটনার আদি বাসিন্দা রীতেশ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কর্মসূত্রেই তিনি পরিবার নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। তাঁর স্ত্রী পারুল মহেনসারিয়ার অভিযোগ, বারবার বলার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিক আদিত্য বাজাজ ১.২৫ লক্ষ টাকা ফেরত দেন। তিনি বাকি টাকা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু পরে তিনি অবস্থান বদল করেন। পারুলের অভিযোগের ভিত্তিতে আদিত্যর বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি (দক্ষিণ) এস ডি শরণাপ্পা। তিনি আরও বলেছেন, আদিত্য আর কোনও ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন কি না, সেটা জানার জন্য জেপি নগর থানার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।