বেঙ্গালুরু: কলেজে ফের লজ্জাজনক ঘটনা। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। শহরে বিধান সৌধের কাছের ওই কলেজটিতে ছাত্রীটি নতুন পোশাক পরে এসেছিলেন। তা দেখে ওই ছাত্রী অধ্যাপক চুম্বন করেন বলে অভিযোগ।
ছাত্রীটির অভিযোগের পরই কলেজ শিক্ষা দফতর (ডিসিই) সংশ্লিষ্ট লেকচারারকে কালবুর্গি জেলার একটি সরকারি কলেজে ডেপুটেশনে সরিয়ে দিয়েছে। যদিও এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। শিক্ষা দফতর সূত্রে এ কথা জানা গেছে।
অভিযুক্ত অধ্যাপক একজন লেখক ও নামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে। ছাত্রীটি খুবই দরিদ্র পরিবারের। অধ্যাপক তাঁকে চুম্বন করার পরই তিনি অভিযোগ দায়ের করেন।
কলেজ শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানা গেছে, কলেজের প্রিন্সিপালের কাছে ছাত্রীটি অভিযোগ করেন। এরপরই প্রিন্সিপাল বিষয়টি কলেজ শিক্ষা বিভাগে জানান। কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজন অনুযায়ী সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের কমিশনার অজয় নাগভূষণ।
এদিকে, উচ্চশিক্ষা বিভাগের এক আধিকারিকের অভিযোগ, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা যাতে না নেওয়া হয়, সেজন্য চেষ্টা চলছে।
বেঙ্গালুরু: ছাত্রীকে নতুন পোশাকে দেখেই 'চুম্বন', অভিযুক্ত কলেজের অধ্যাপক
ABP Ananda, web desk
Updated at:
18 Mar 2017 02:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -