মুম্বই: সোশ্যাল মিডিয়া ও ই-মেল হ্যাক করার ঘটনা আগেও ঘটেছে। এবার হোয়াটস্যাপ অ্যাকাউন্টেও নজর পড়েছে হ্যাকারদের। মুম্বইয়ে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। অভিযোগ, এক মহিলার হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর এক বন্ধুর কাছ থেকে টাকা চাওয়া হল। ওই মহিলার অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিযোগকারিনী একজন গৃহবধূ। তাঁর হোয়াটস্যাপে পাঠানো মেসেজে একটি লিঙ্ক আসে। যে ওই মেসেজ পাঠিয়েছিল সে ওই মহিলার এক পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করেছিল। এই ছবি দেখে পরিচিত ব্যক্তির পাঠানো লিঙ্ক ভেবে প্রেরকের কথা মতো তা কপি-পেস্ট করে জবাবও পাঠান। এরপরই তাঁর ফেসবুক ও হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকাররা অভিযোগকারিনীর প্রোফাইল থেকেই তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে মেসেজ পাঠিয়ে অর্থ পাঠানোর আর্জি জানায়। অভিযোগ, মেসেজে হ্যাকাররা ওই মহিলার প্রোফাইল থেকে বার্তা পাঠায় যে, তাঁর টাকার খুব প্রয়োজন এবং তাঁর এটিএম অ্যাকাউন্ট নম্বরে যেন ৫০০০ টাকা জমা দেওয়া হয়।
এ ধরনের মেসেজ পেয়ে ওই মহিলার এক বন্ধু তাঁকে ফোন করেন এবং কেন তাঁর টাকার প্রয়োজন তা জানতে চান। এরপরই হ্যাক হওয়ার ঘটনা সম্পর্কে তিনি জানতে পারেন।
নেহাল জৈন নামে ৩০ বছরের ওই মহিলা যখন তাঁকে যে নম্বরের অ্যাকাউন্ট থেকে লিঙ্ক পাঠানো হয়েছিল, সেই নম্বরে ফোন করেন। তখন হ্যাকার নেহালকে হুমকি দেয় এবং দাবি করে যে, কোনও পুলিশই তাকে ধরতে পারবে না। নেহালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মুম্বইয়ের মহিলার হোয়াটস্যাপ অ্যাকাউন্ট হ্যাক, বন্ধুদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাল হ্যাকার!
ABP Ananda, web desk
Updated at:
02 Mar 2017 02:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -