ভাগলপুর (বিহার): গোষ্ঠী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অরিজিৎ শাশ্বতর জামিনের আবেদন খারিজ করল আদালত। মঙ্গলবার, শাশ্বতর আবেদন নাকচ করে দেন অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অঞ্জনী কুমার শ্রীবাস্তব।
গত ১৭ মার্চের হিংসায় শাশ্বত সহ ২ জনের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়। ভাগলপুর জেলার নাথনগরে একটি মিছিলে তারস্বরে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ করেন এক শ্রেণির মানুষ। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
অশান্তিতে ২ পুলিশকর্মী সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানান, কোনও অনুমতি না নিয়েই ওই মিছিল হচ্ছিল। শাশ্বতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ।
এর বিরুদ্ধে আদালতে আগাম জামিনের আবেদন করেন মন্ত্রী-পুত্র। গত শনিবার, সেই আবেদন আদালত খারিজ করে দেওয়ার পর কেয়ক ঘণ্টার মধ্যেই রবিবার ভোরে শাশ্বতকে গ্রেফতার করা হয়।
আদালত তাঁকে ১৪-দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। গত ২০১৫ বিধানসভা নির্বাচনে ভাগলপুর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন শাশ্বত। কিন্তু হেরে যান। তাঁর বাবা বক্সারের সাংসদ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।