নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে এবার সামিল হচ্ছে জনপ্রিয় লেখক চেতন ভগতের গ্রন্থ। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা নিজেই ট্যুইট করে জানান চেতন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ করছেন নেটিজেনদের একাংশ। অবশেষে এর জবাব দিলেন চেতন। তিনি সমালোচকদের ‘নাকউঁচু’ বলে কটাক্ষ করেছেন।





দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের পাঠক্রমে জনপ্রিয় কাল্পনিক উপন্যাস পেপারের ঐচ্ছিক হিসেবে থাকবে চেতনের ‘ফাইভ পয়েন্টস সামওয়ান’ উপন্যাসটি। আগাথা ক্রিস্টি, জে কে রাউলিং ও অ্যালকটের সৃষ্টির সঙ্গেই পড়ানো হবে চেতনের উপন্যাস।

এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেন চেতন। তিনি লেছেন, ‘ডিইউ তাদের পাঠক্রমে আমার বই যোগ করায় আমি সম্মানিত’।

এরপরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ কটাক্ষ করেন, ‘এবার তো ডিইউ-র মনস্তত্ত্বের পাঠক্রমে ৫০ শেডস অফ গ্রে অন্তর্ভূক্ত হবে’।

আর একজনের ট্যুইট, ‘আমি ফাইভ পয়েন্টস সামওয়ান পড়েছি।তাহলে কি আমি ডিইউ ইংরেজি সাহিত্যে হাফ ডিগ্রি পাওয়ার যোগ্য ?’







অন্য এক ইউজারের ট্যুইট, ‘সিলেবাসে চেতন ভগত। কারুর অর্ধশিক্ষিত হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে’।

বিভিন্ন ট্যুইটের মাধ্যমে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এ সব সমালোচনার জবাবে চেতন বলেছেন, ‘নাকউঁচুরা এই সিদ্ধান্তে হতাশ, এটা বুঝতে পারছি। তাঁদের প্রতি আমার সহানুভূতি রইল’।