নাগপুর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবতকে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি দিল মহারাষ্ট্র প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। পেশাগতভাবে পশু চিকিৎসক ভাগবতের হাতে এই সাম্মানিক ডিগ্রি তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও। পশু চিকিৎসাবিজ্ঞান ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই ভাগবতকে সাম্মানিক ডিগ্রি দেওয়া হল।
মহারাষ্ট্র প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ভাগবত। তিনি বলেন, এতদিন প্রাণী ও মৎস্যবিজ্ঞানের ক্ষেত্র অবহেলিত হয়েছে। তবে সম্প্রতি এ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মোহন ভাগবতকে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2017 11:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -