উজ্জয়িনী: সিংহস্থ কুম্ভ মেলায় সাফাইকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। শুধু তা-ই নয়, এই সাফাইকর্মীদের পোশাকও উপহার দিলেন তিনি।

 

শুক্রবার একটি আশ্রমে এই ভোজসভার আয়োজন করা হয়েছিল। মেলায় সাফাইয়ের কাজে নিযুক্ত ১,২০০ কর্মীকে এই বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে অনেক দলিতও ছিলেন। আহারের পর পুরুষদের জামা-প্যান্ট এবং মহিলাদের শাড়ি ও ১০০ টাকা করে উপহার দেন ভাগবত।

 

বৃহস্পতিবার এই মেলায় আদিবাসীদের সঙ্গে শাহি স্নান করেছিলেন সংঘ প্রধান। মধ্যপ্রদেশ, চত্তিশগড় সহ বিভিন্ন রাজ্য থেকে আসা আদিবাসীদের সামনে ভাষণও দেন তিনি। আদিবাসীদের অধিকারের দাবির পক্ষেও সওয়াল করেন ভাগবত। তিনি বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সংরক্ষণ নীতি বদল করার কথা বলে বিতর্কে জড়ান। এবার তিনি আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।