নাগপুর: সপ্তাহব্যাপী ব্রিটেন সফরে যাচ্ছেন মোহন ভাগবত। আগামী সপ্তাহের এই নির্ধারিত সফরে তিনি ব্রিটেন ও ইউরোপের নানা দেশ থেকে আসা হিন্দুদের সভায় ভাষণ দেবেন।এছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। গতকাল রাতে এখানে এক বই প্রকাশ অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সংস্থাকে আরএসএস প্রধান বলেন, ব্রিটেনে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে ২৬ জুলাই লন্ডনের বিমান ধরার কথা।

জানা গিয়েছে, তিনি হিন্দু স্বয়মসেবক সঙ্ঘের সুবর্ণজয়ন্তী উদযাপন উদযাপন অনুষ্ঠানে থাকবেন।আরএসএসের অনুপ্রেরণা নিয়ে চলা সংগঠনটির অনুষ্ঠানে যোগ দেবেন প্রবাসী হিন্দুরা।

এ ব্যাপারে সঙ্ঘ সূত্রে বলা হয়েছে, ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত লন্ডনের উপকণ্ঠে লুটনের কাছে হার্টফোর্ডশায়ার কাউন্ট শোগ্রাউন্ডে যে মহাশিবির হবে, সেখানে হাজির থাকবেন তিনি। ওই শিবির দিয়েই হিন্দু স্বয়মসেবক সঙ্ঘের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে।

এই প্রথম হিন্দুদের এত বড় কোনও সমাবেশে ভাগবত থাকবেন বলে জানাচ্ছে আরএসএস সূত্রটি। তারা বলেছে, ইংল্যান্ড ছাড়াও গোটা ইউরোপ থেকে সমমনোভাবাপন্ন হিন্দুদের একত্র করার বিরাট সুযোগ এনে দেবে এই অনুষ্ঠান। নতুন প্রজন্ম তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবে এর মাধ্যমে। বাইরের দুনিয়ার কাছে আদর্শ হিন্দু পরিবারের চেহারাও তুলে ধরা যাবে।