নয়াদিল্লি: পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দেশেরে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অস্কারজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেনের পর তৃতীয় বাঙালি হিসেবে এই সম্মান পেলেন প্রণববাবু। বৃহস্পতিবার প্রণব মুখোপাধ্যায় সহ মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে  অসমের কালজয়ী সঙ্গীতশিল্পী, কবি ও ছবি নির্মাতা ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী তথা ভারতীয় জনসঙ্ঘেরর প্রাক্তন নেতা নানাজি দেশমুখকে। এই দুই ভারতরত্ন প্রাপকের পরিবারের হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায় রাইসিনা হিলসে উপস্থিত থেকে নিজের হাতে সেই সম্মান গ্রহণ করেন।





এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ মন্ত্রিসভার একাধিক মন্ত্রীরা। সেখানেই প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানান নমো। পরে ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, “প্রণব মুখার্জি দেশের জন্য যা করেছেন, তাতে ভারতরত্নই তাঁর জন্য উপযুক্ত সম্মান। ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে থাকার সৌভাগ্য অর্জন করতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি।”