ভোপাল: প্রয়াত হলেন জাতীয় প্রতীকের রূপদানকারী দলের অন্যতম সদস্য দীননাথ ভার্গব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯।
শুধু জাতীয় প্রতীক নয়, ভারতের সংবিধানের পাণ্ডুলিপির পাতাগুলির সৌন্দর্য্যায়নের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। জানা গিয়েছে, গত এক দশক ধরে তিনি হৃদজনিত সমস্যায় ভুগছিলেন।
দীননাথের পুত্রবধূ সাপেক্ষী ভার্গব এই প্রবীণ শিল্পীর প্রয়াণের খবর প্রকাশ করেন। দীননাথের ২ ছেলে ও ২ মেয়ে বর্তমান। বড় ছেলে জার্মানিতে থাকেন।
১৯২৭ সালের ১ নভেম্বর মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাইতে জন্মগ্রহণ করেন দীননাথ। ভারতের সংবিধানের পাণ্ডুলিপির পাতাগুলির সৌন্দর্য্যায়নের প্রকল্পে তাঁকে দলে নেন কলা ভবন শান্তি নিকেতনের তৎকালীন প্রিন্সিপাল নন্দলাল বসু।
সেই সময় যুবক দীননাথ সেখান থেকে ফাইন আর্টস নিয়ে তিন বছরের ডিপ্লোমা করছিলেন।