নয়াদিল্লি: টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল অধিগ্রহণ করছে টেলিনুর ইন্ডিয়ার ব্যবসা। এক্ষেত্রে টেলিনুরকে কত টাকায় কিনছে, তা অবশ্য জানা যায়নি। দেশে সাতটি সার্কেলেই টেলিনুরের ব্যবসা হাতে নিচ্ছে এয়ারটেল।
এয়ারটেলের পক্ষ থেকে টেলিনুর সাউথ এশিয়া ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির কথা জানানো হয়েছে। অন্যদিকে, টেলিনুর জানিয়েছে, এই চুক্তির ফলে ব্যবসায়িক কোনও ক্ষয়ক্ষতি হচ্ছে না। আগামী ১২ মাসের মধ্যেই লেনদেন সম্পূর্ণ হবে।
ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল। গ্রাহক সংখ্যা ২৬.৯ কোটি। মোবাইল পরিষেবা বাজারের ৩৩ শতাংশই কোম্পানির দখলে। চুক্তি অনুযায়ী, ভারতে টেলিনুরের স্পেকট্রাম, লাইসেন্স ও অপারেশন এবং কর্মী ও ৪.৪ কোটি গ্রাহক এয়ারটেল অধিগ্রহণ করবে।
লেনদেন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টেলিনুর ইন্ডিয়ার অপারেশন ও পরিষেবা চালু থাকবে। প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মসৃণভাবেই টেলিনুর মিশে যাবে এয়ারটেলের সঙ্গে। নেটওয়ার্ক ও গ্রাহকদের ওপর এর কোনও প্রভাব পড়বে না বলে এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে।