ভোপাল: মধ্যপ্রদেশের রাস্তাঘাটের হাল আমেরিকার রাস্তার চেয়ে ভাল, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের দাবি সমর্থন করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।
উমার কথায়, ভোপালের ভিআইপি রোড সহ মধ্যপ্রদেশের রাস্তাঘাট অবশ্যই বিশ্বমানের। আমেরিকা ভারতের চেয়ে ভাল, এই হীনমন্যতা ছাড়তে হবে আমাদের। অনেক ক্ষেত্রে ওদের চেয়ে আমরা উন্নত। রামেশ্বরম, অজন্তা ইলোরা, খাজুরাহোর স্থাপত্য, গঙ্গা নদীর দৃষ্টান্ত দিয়ে দেখানো যায়, আমরা অনেক এগিয়ে আমেরিকার তুলনায়। মানবিকতা সহ অনেক মূল্যবোধে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত। চৌহান সাহস দেখিয়ে ভারতের শক্তির পরিচয় তুলে ধরেছেন। কোনও সন্দেহই নেই এ ব্যাপারে যে, রাজ্যের কয়েকটি রাস্তা আমেরিকার রাস্তার চেয়ে ভাল।
আমজনতার বিশেষত ইংরেজি জানা সম্প্রদায়ের মানসিকতা বদলানো উচিত বলে অভিমত জানিয়েছেন তিনি। উমার মতে, মুখ্যমন্ত্রীর মন্তব্য়ে বিতর্ক শুরু হয়েছে। আসলে দেশবাসীর, বিশেষ করে ইংরেজি বলা লোকজনের ভাবনাচিন্তার বদল হওয়া প্রয়োজন, যাঁরা মনে করেন, পশ্চিমী দুনিয়া সব দিকেই ভারতের চেয়ে এগিয়ে।
মধ্যপ্রদেশের রাস্তাঘাট আমেরিকার রাস্তাঘাটের তুলনায় ভাল বলায় সোস্যাল মিডিয়ায় চৌহানকে ব্যঙ্গ-বিদ্রূপ, কটাক্ষে বিদ্ধ হতে দেখে দুঃখ পেয়েই তাঁর হয়ে তিনি মুখ খুলেছেন বলে জানান উমা।
উমার সঙ্গে এককালে সদ্ভাব ছিল না চৌহানের। ২০০৫-০৬ পর্বে মুখ্যমন্ত্রী পদ না পেয়ে চৌহানের প্রতি বিরূপ হন তিনি।
এদিন তিনি এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেক ক্ষেত্রেই বাকি বিশ্বকে ছাড়িয়ে যাবে। একাধিক বহুজাতিক সংস্থায় শীর্ষে আছেন ভারতীয়রা।
মধ্যপ্রদেশের রাস্তাঘাট আমেরিকার চেয়ে ভাল, শিবরাজের দাবি সমর্থন উমার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2017 06:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -