নয়াদিল্লি: বিজেপি ক্ষমতায় এলে লখনউয়ের মসনদে কি বসতে চলেছেন উমা ভারতী? কেন্দ্রীয় রাজনীতিতে এমনই জোর জল্পনা।


উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন, তাই নিয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় রাজনীতি সরগরম। কারণ, একমাত্র বিজেপিই তাদের কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের মুখ অখিলেশ যাদব আর বহুজন সমাজ পার্টির মুখ খোদ দলনেত্রী মায়াবতী।


সেইদিক দিয়ে, ভোটগ্রহণ প্রক্রিয়া যত শেষের দিকে যাচ্ছে, ততই জোরালো হচ্ছে জল্পনা। আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তারপর ১১ তারিখ ফল ঘোষণা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি ক্ষমতায় এলে সেক্ষেত্রে বেশ কয়েকজন এই পদের দাবিদার হতে পারেন।


আর সেই তালিকাতেই রয়েছেন উমা ভারতী। বর্তমানে যিনি কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জীবিকরণ মন্ত্রী। যদিও উমা এদিন যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন, গঙ্গা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না তিনি।


এদিন বিজেপির ‘ফায়ারব্যান্ড’ নেত্রী বলেন, আমার একমাত্র লক্ষ্য গঙ্গাকে পরিশুদ্ধ করা। জানিয়ে দেন, লক্ষ্যপূরণের জন্য তিনি যে কোনও মূল্য দিতে প্রস্তুত। তাঁর আশা, ২০১৮ সাল নাগাদ গঙ্গায় দৃশ্যত পরিবর্তন দেখা যাবে।