ভিওয়াণ্ডি: উদ্ধার করে বাইরে আনা হয়েছে মুম্বইয়ের কাছে ভিওয়াণ্ডিতে বহুতলে আটকে পড়া বাসিন্দাদের। নিরাপদেই রয়েছেন তাঁরা।


আজ সকালে ওই বহুতলে ভয়াবহ আগুন লাগে। বহুতলের ছাদে অন্তত দেড়শো জন আটকে পড়ে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। স্থানীয় বাসিন্দা, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় সবাইকেই বের করে আনা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর।

এর মধ্যে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন তাঁরা। তাঁদের আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিওয়াণ্ডির কাশিমপুরা এলাকায় চারতলা বাড়িটির একতলায় একটি গুদামে প্রথমে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলিতেও। বহুতলে প্রবেশ ও বেরোনোর পথ একটিই। সেটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।